রায়গঞ্জ/সলঙ্গা

প্রতিবন্ধী কহিনূর বেগমকে কুপিয়ে আহত করলেন দেবর ও তার স্ত্রী

সিরাজগঞ্জ সলঙ্গা আগর পুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করলেন কোহিনূর বেগম (৩৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী কে। তার স্বামীর নাম শফিকুল ইসলাম।

দীর্ঘদিন ধরে কোহিনূর বেগমের দেবর, দেবরের স্ত্রী ও তার শশুরের সাথে পারিবারিক কলহ চলেছিল আজ বৃহস্পতিবার ১২ জুলাই তাকে কুপিয়ে আহত করে দেবর আসলাম,স্ত্রী আলপনা ও শশুর আহামেদ।

কহিনূর বেগমকে গুরুতর আবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কহিনুর বেগম এখন সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।