প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে কোরবান আলী নামে এক কৃষকের তিনটি বসতঘর
কাজিপুর সংবাদদাতা ॥
সিরাজগঞ্জের কাজিপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে কোরবান আলী নামে এক কৃষকের তিনটি বসতঘর। সোমবার গভীর রাতে উপজেলার সিংড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক কোরবান আলী বলেন, অনেক কষ্টে প্রায় দুই বছর আগে বাড়িতে তিনটি আধাপাকা ঘর তৈরি করে সন্তানদের নিয়ে বসবাস করছিলাম। শত্রুপক্ষ কেরোসিন দিয়ে আমার স্বপ্নের সেই ঘর পুড়ে ছাই করেছে।
তিনি অভিযোগ করে বলেন, আমার সঙ্গে প্রতিবেশী দুলু শেখ, মোখলেসার ও মুকুলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। প্রায় এক বছর আগে দুই পক্ষের মারামারির ঘটনায় আমাকেসহ পরিবারের আরও তিন সদস্যের বিরুদ্ধে মামলাও করা হয়।
ওই মামলা এখনও চলছে। সোমবার গভীর রাতে তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কোরবান আলী। কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) লিয়াকত আলী জানান, দুর্গম অঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।