পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাঢ়া ইউনিয়নের কেসি রোড এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি। শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, পুলিশ কেসি রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। ওই দুই ব্যক্তি রাত আড়াইটার দিকে বাইকে করে যাচ্ছিলেন। তল্লাশি করার সময় দুই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন নিহত হন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা বলেন, নিহত ব্যক্তিরা জঙ্গি হতে পারেন বলে তাঁরা সন্দেহ করছেন। নাম-পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।