দেশগ্রাম

পানিতে ডুবে কিশোরের মৃত্যু-সিরাজগঞ্জের রায়গঞ্জে

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারুক হোসেন (১৬) নামে ১ কিশোরের মৃত্যু ।

১৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক রৌহা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

ধানগড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, ফারুক মৃগী রোগী ছিলেন। বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিলো সে , এসময় সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পড়ে ডুবে যায়। পরে সন্ধ্যায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়।