দেশগ্রাম

পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার-চকরিয়ায়

চকরিয়ায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে শিশুটির মা পাশের একটি বাড়িতে যান। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। প্রতিবেশী রহিম উদ্দিন (১৮) নামের এক তরুণ বরই দেওয়ার নাম করে শিশুটিকে ঘরের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি অজ্ঞান হয়ে গেলে রহিম পালিয়ে যান। জ্ঞান ফেরার পর শিশুটির মা বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটিকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করেন।

শিশুটির দাদা আলতাজ আহমদ বলেন, ‘আমার ছেলে (শিশুটির বাবা) ওমানপ্রবাসী। মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে কৌশলে বখাটে রহিম তাঁর নাতনিকে ধর্ষণ করেছে।’

সোমবার সকালে শিশুটির বাড়িতে গিয়ে কথা বলেছি। ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশকে জানানো হয়েছে।’

মঙ্গলবার বিকেল চারটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। মতিউল ইসলাম বলেন, ‘শিশুর পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁরা চিকিৎসার কাজে হাসপাতালে আছেন। মামলা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।