পলাশবাড়ীর বেওয়ারিশ নবজাতক শিশুটি এবার অভিজাত পরিবারের সদস্য
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ীতে গত ১৫ এপ্রিল গভীর রাতে জীবন্ত শিশু কে পলাশবাড়ী গোডাউন বাজার এলাকায় খোলামাঠে ফেলে রেখে যায়। বিষয়টি সকালে স্হানীয় লোকজনের দৃষ্টিতে আসলে কেউ যখন এগিয়ে আসেনা তখন গাইবান্ধার মানবিক পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর নির্দেশে ওসি পলাশবাড়ী তাৎক্ষণিক ভাবে শিশুটিকে উদ্ধার পূর্বক গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো সহ সু- চিকিৎসার ব্যবস্হা করেন। ফলশ্রুতিতে শিশুটি আল্লাহর অশেষ কৃপায় ও পুলিশ সুপার মহোদয়ের বিশেষ ভূমিকায় মৃত্যুর মুখ হতে ফিরে আসে। পুলিশ সুপার মহোদয় শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করেন। শিশুটি যখন হাসপাতালে ডাক্তার, দুধমাতা ও পুলিশ পরিবারের ছোঁয়ায় সুস্থ হয়ে উঠে আর বিষয়টি যখন মিডিয়ার কল্যানে সাড়া বিশ্ববাসী জানতে পারে তখন শিশুটির দত্তক নেয়ার জন্য দেশ বিদেশের আনাচে-কানাচে হতে পুলিশ সুপার মহোদয়ের নিকট অনুরোধ আসতে থাকে সেই প্রেক্ষাপটে গাইবান্ধা জেলা পুলিশ শিশুটির সারা জীবনের সার্বিক ভবিষ্যত কল্যানের বিষয় বিবেচনা করে ও আইনগত প্রক্রিয়া শেষে গাইবান্ধার উর্ধ্বতন সরকারি এক সন্তানহীন দম্পতির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে অদ্য বেলা ১২ টায় গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সের মাধ্যমে শিশুটি কে গাইবান্ধার মানবিক পুলিশ সুপার মহোদয় উর্ধ্বতন সরকারি কর্মকর্তা দম্পতির হাতে তুলে দেন।