পর্নোগ্রাফি ভিডিওর ব্যবসা করায় আটক ৫-সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও এবং কম্পিউটার সরঞ্জামসহ পাঁচ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) সদস্যরা।
আটকরা হলেন- মিরপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান , একই মহল্লার মোশারফ হোসেনের ছেলে মারুফ হোসেন , রেলওয়ে কলোনী মহল্লার আবু সামার ছেলে মো. শান্ত শেখ , চর বনবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম ও মাহমুদপুর মহল্লার আলম শেখের ছেলে আমিন শেখ ।
১৫ মে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের এসএস রোড, মিরপুর ও স্টেশন রোড এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১৬ মে) বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্নোগ্রাফি ভিডিওর ব্যবসা করায় ওই পাঁচ যুবকেক আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি কম্পিউটার, পাঁচটি মনিটর, পাঁচটি মাউস, পাঁচটি কিবোর্ড, দুইটি হার্ডডিস্ক, একটি রাউটার, একটি পেনড্রাইভ, দুইটি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।