জাতীয়

পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাসিরসহ ৫ জন গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক ঃ

চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে দুজন হলেন অমি (৪১) ও লিপি।

রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকো তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ডিজে পার্টির নামে মাদকসেবন হতো বলে তথ্য মিলেছে। ঘটনাস্থল থেকে মদ, বিয়ার, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।