“পরিবর্তন” এর আয়োজনে বৃক্ষরোপন অভিযান-২০১৯ অনুষ্ঠিত
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
“দাদা চাচা ভাই, গাছ লাগাই সবাই, সামর্থ্য যাদের নাই, তাঁদেরও ভয় নাই, পরিবর্তনের হাত ধরে চলুন এগিয়ে যাই” স্লোগানকে সামনে রেখে পরিবর্তন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের বর্দ্ধনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বৃক্ষরোপন ও বিতরণ অভিযান-২০১৯ অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন অভিযানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুয়েটের কেমিকৌশল মোহাম্মদ আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্দ্ধনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষার্থীগণ, সংগঠনের দপ্তর বিষয়ক সম্পাদক সজল কুমার চক্রবর্তী, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী আতাউর রহমান, আলোর পথে সিরাজগঞ্জ এর সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ পরিবর্তন সংগঠনের অন্যান্য সদস্য, এলাকার শিক্ষিত সমাজ ও এলাকাবাসীর একাংশ। সংগঠনের দপ্তর বিষয়ক সম্পাদক সজল কুমার চক্রবর্তী এই প্রতিবেদককে জানান, ভৌগলিক ভাবেই আমরা ঝড় বন্যাসহ নানারকম প্রাকৃতিক দূর্যোগ প্রবণ দেশ। কিন্তু পর্যাপ্ত গাছ না থাকা বা যেহারে গাছ কাটা হচ্ছে সেই তুলনায় গাছ লাগানো হচ্ছেনা যারকারনে আমরা সামনে আরও বেশি প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়তে পারি এবং এই ফলজ বৃক্ষগুলোই একসময় অনেক রকমের ফলে ভরবে। যারকারনে গাছ লাগানোর বিকল্প নাই। তাছাড়া হারিয়ে যাওয়া পাখিদের ফিরিয়ে আনা এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্যই আমাদের এমন ভিন্ন ধর্মী উদ্যোগ। অনুষ্ঠিত বৃক্ষরোপন অভিযানে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৪টি পাড়ার ৭৪০ টি পরিবারের মাঝে ১৭ টি প্রজাতির সর্বমোট ৭৪০ টি ফলজ চারা গাছ বিতরণ করা করা হয়।