দেশগ্রাম

“পবিত্র শবে বরাত”

এলো আবার শবে বরাত
বরকতময় রজনী,
চাইবে ক্ষমা গোনাহগার
ছেড়ে চোখের পানি।
প্রভুর দারে কাঁদবে মুমিন
অনুতপ্ত দিল নিয়ে,
দোয়া কালাম পড়বে মুমিন
আল্লাহ তা’লার ভয়ে।
রাত্র জেগে করবে যারাই
মহান রবের ইবাদাত,
রব্বে কারিম করবে ক্ষমা
দিবে তাদের নাজাত।
এই রাতে ভাই করবে যারা
আল্লাহ তা’লার বন্দেগী,
ভালোবেসে আল্লাহ তাদের
উজ্জল করবে জিন্দেগি।
তাই এসো ভাই আমল করি
কান্দি প্রভুর দারে,
রোজ হাশরে মোদের যেন
মুক্তি নসীব করে।
বলছে রাসূল হাদিস পাকে
পূণ্যময় এই রাতে,
রত থাকো তোমরা সবাই
আল্লাহুর ইবাদাতে।
নেমে আসেন আল্লাহ তা’লা
পৃথিবীর আসমানে,
ক্ষমা করেন পাপিদের কে
রহমতের ই গুণে।