পদ্ম পুকুর…
আব্দুল কুদ্দুস তালুকদার
সিরাজগঞ্জ শহরের কেন্দ্রস্থলে মুজিব সড়কের ধারে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামের উত্তর পাশে দৃষ্টি নন্দন পদ্ম পুকুর পথচারী সহ সবার নজর কাড়ে, আর এজন্য পুরা কৃতিত্বের দাবীদার জেলার প্রথম মহিলা ডিসি কামরুন্নাহার সিদ্দীকার। এর আগে কতজন এলো আর গেল কেউ এই হাজা মজা পুকুরটার দিকে ফিরেও চায়নি। পুকুর ধারে বসে বখাটেরা চা খেত, আবর্জনা ফেলতো পাশের বাড়ীর বাসিন্দাগন ; ফলে নাকে কাপড় দিয়ে যেতে হতো পথিকগনকে। আর আজ হংস বলাকার মতো বোটে ঘুরে বেড়ায় আমুূদে লোকজন। হোক ছোট পুকুর, কিন্ত অনেক বড় আনন্দ দেয় যারা আসে বা বসে হেথায়। দূর্গন্ধযুক্ত পানির বদলে দেয়া হচ্ছে টলটলে জল সাবমার্সিবল পাম্পের মাধ্যমে। পদ্ম পুকুরে লাল শাপলা ফুটে চিত্তকে মোহিত করে। এ থেকে বোঝা যায় শুধু ক্ষমতা বা টাকা থাকলে হয় না, রুচি বোধ থাকতে হয়। কামরুন্নাহার সত্যই একজন সৌন্দর্য্য প্রিয় মহিলা। তিনি একজন কবি তাই কাব্যিকভাবেই তুলে ধরেছেন পুকুরটাকে। এমনি ভাবে তিনি তার কবিমন দিয়ে শহর বা জেলার আরো সরকারী পরিত্যক্ত পুকুরগুলোকে শৈল্পিক ভাবে উপস্থাপন করবেন জনসমক্ষে এই আশা জেলাবাসীর।
জয় বাংলা স্টোর
নিমগাছি, সিরাজগঞ্জ
ফোন- ০১৭২৩৪৬৭০২১