শাহজাদপুর

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের আনন্দ শোভাযাত্রা

 

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বাঙ্গালী জাতির অহংকার, বাঙালির গর্ব, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শাহজাদপুর বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন সাহা, বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমল সূত্রধর, অমল কৃষ্ণ সাহা প্রমূখ। এসময় বক্তারা দেশী বিদেশী নানা ষড়যন্ত্রকে প্রতিহত করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের সেতু তৈরি ও তার শুভ উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

জহুরুল ইসলাম
শাহজাদপুর, সিরাজগঞ্জ
তারিখ-২৪-০৬-২২