পথচারীদের মাঝে ইফতারসামগ্রী দিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক দিনার
জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
ঠিক ইফতারের আগ মূহুর্তে অটোভ্যানে থরে থরে ইফতার সামগ্রী সাজিয়ে শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার রোজাদার পথচারীদের মাঝে বিতরণ শুরু করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারের উদ্যোগে বিসিক বাসস্ট্যান্ড থেকে শুরু করে দ্বারিয়াপুর বাজার পর্যন্ত পথচারীদের মাঝে ৩০০শ প্যাকেট ইফতারসামগ্রী বিতরণ করা হয় । ইফতার সামগ্রী হাতে পেয়ে পথচারীদের মুখে মৃদু হাসি পরিলক্ষিত হয়।
এ বিষয়ে যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে নূর পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিলের নির্দেশে পথচারীদের মধ্যে কিছু ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান হীরক, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, পৌঁর যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও পৌর যুবলীগের সদস্যবৃন্দ।