সিরাজগঞ্জ

পঞ্চক্রোশী ইউনিয়নের চরকালিগঞ্জে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত 

 আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের  চর কালিগঞ্জে – আধুনিক প্রযুক্তি মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ( ১ম সংশোধিত)  এর আওতায় বিধান-৮৭ এবং  বারি সরিষা -১৪ আবাদ  বৃদ্ধির লক্ষ্যে – এ  কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত এবং কৃষকের মাঠ পরিদর্শন করা হয় । 

  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া  সিরাজগঞ্জের আয়োজনে –

বুধবার (৮ নভেম্বর -২০২৩)  সকাল ১১ টায় অত্র ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের  বন্যাকান্দি ব্লকের   কৃষক আকবর হোসেন এর বাড়ির বাহিরের  উঠানে    রোপা আমন চাষী দলের   কৃষকের মাঠ দিবস   উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে   বক্তব্য রাখেন,  উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  সুর্বণা ইয়াসমিন সুমী। 
 

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত। 
আরো বক্তব্যে রাখেন,  কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাবুদ্দিন আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার  হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন – উপসহকারী কৃষি অফিসার উম্মে কুলসুম। 

এ সময়ে উপসহকারী কৃষি অফিসার  মোঃ রেজাউল করিম সহ  পঞ্চক্রোশী ইউনিয়নের  প্রায় শতাধিক  কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।