কাজিপুর

নৌকা প্রতীক ধরে রাখতে বিএনপি নেতা নান্নু’র বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদকঃ

রায়গঞ্জে নৌকা মনোনয়ন পাওয়া বিএনপি নেতা রফিকুল ইসলাম নান্নু নৌকা ধরে রাখতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে।
গত ৭-অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় পার্থী হিসেবে বিএনপি নেতা রফিকুল ইসলাম নান্নু’কে মনোনয়ন ঘোষণা দেওয়া পরে মনোনয়ন বাতিলের দাবিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ আওয়ামী লীগের তৃণমূলে ব্যাপক আন্দোলন, অবরোধ, বিক্ষোভ গড়ে ওঠে। একইসাথে একজন সক্রিয় বিএনপি নেতাকে নৌকা মনোনয়ন দেওয়ার স্থানীয় আওয়ামী লীগের তৃণমূলে ব্যাপক নিন্দা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি-জামাতের মদদপুষ্ট রফিকুলের মনোনয়ন বাতিল চেয়ে ইতিমধ্যেই গত ৯-অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আবেদন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ।

প্রতিষ্ঠানবাজ বিএনপি নেতা রফিকুলের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় সংবাদ বিভিন্ন টেলিভিশন ও পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পরপরই রায়গঞ্জ সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।
সম্প্রতি এসকল বিতর্কিত কর্মকাণ্ড ও সত্যকে ধামাচাপা দিতে রফিকুল ইসলাম নান্নু বিভিন্ন মহলে ধরনা দিচ্ছে বলেও জানা গেছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সাথে কথা বলে ও সরজমিন গিয়ে জানা গেছে,
রফিকুল ইসলাম নান্নু পাঙ্গাসী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করলেও এলাকার কতিপয় আওয়ামী লীগের নেতাদের সাথে গোপন যোগাসাজসে বিপুল অর্থের বিনিময়ে নৌকা মনোনয়ন পান। আওয়ামী লীগের রাজনৈতির সাথে ৩০/৪০ বছর ধরে জড়িত পরীক্ষীত ত্যাগী ৯ জন নেতা দলীয় মনোনয়ন চাইলেও তা উপেক্ষা করে বিএনপি নেতা রফিকুলকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের রাজনৈতির সাথে জড়িত ত্যাগী নেতা-কর্মীদের চরম অবজ্ঞা করা হয়েছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা।

পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক জানান, রফিকুল আওয়ামী লীগের রাজনৈতির সাথে কখনোই জড়িত ছিল না। কিন্তু অত্যান্ত হতাশার বিষয় কতিপয় কিছু আওয়ামী লীগের নেতার যোগসাজশে বিপুল অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে।

পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, বিএনপি’র একজন সক্রিয় নেতাকে আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় বৃহত্তর দলের মনোনয়ন দেওয়া সত্যিই হতাশাজনক। দলের এমন সিদ্ধান্তে আওয়ামী লীগের তৃণমূলে এর ব্যাপক প্রভাব ফেলবে।

বিএনপি নেতার নৌকা মনোনয়ন পাওয়া ও মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিন্নাহ আল মাজি জানান, মনোনয়ন বঞ্চিতরা সকলে এক হয়ে এসকল কর্মকাণ্ড চালাচ্ছে। মনোনয়ন দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। এর বিরোধিতা করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা। আমরাতো প্রার্থীকে চিনিনা।মূল নৌকা প্রতীক যখন আসবে আমরা আওয়ামী লীগের সবাই একতাবদ্ধ থাকবো।সামান্য কিছু বিঘ্ন ঘটেছে সেগুলো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।

রফিকুল ইসলাম নান্নু আওয়ামী লীগের রাজনৈতির সাথে জড়িত ছিলো কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।