নৌকার মনোনয়নের আশায় সরকারী চাকরি ছাড়লেন শিক্ষক কিন্তু ভাগ্যে জোটেনি মনোনয়ন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
নৌকার মনোনয়ন প্রপ্তির আশায় সরকারী চাকরি ছাড়লেন চেয়ারম্যান পদ প্রার্থী শিক্ষক আবু হানিফ কিন্তু ভাগ্যে জোটেনি নৌকার মনোনয়ন । ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩ ইউনিয়নের তফশিল ঘোষনা হয়েছে । তফশিল ঘোষনার আগেই উপজেলার ২ নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন সহকারী শিক্ষক আবু হানিফ ।
শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রতিটি ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয় । সেই শিক্ষকের ভাগ্যে জোটেনি নৌকার দলীয় মনোনয়ন ।
আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন ২ নং বাঙ্গালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহেল রানা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আবু হানিফ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন । তিনি গত ৪ অক্টোবর সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন ।
পরবর্তীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদনপত্র সংগ্রহ করেন । সহকারী শিক্ষক আবু হানিফ উল্লাপাড়া উপজেলার ২ নং বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন।
এ বিষয়ে শনিবার সহকারী শিক্ষক আবু হানিফের সঙ্গে মুঠোফোনে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান এলাকার তৃর্ণমুল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় চলছে । তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ।