নৌকার বিজয়ী ডাঃ মুরাদ হাসান কে সরিষাবাড়ী প্রেস ক্লাবের অভিনন্দন
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ
১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান(নৌকা ২,১৭,১৯৮ ভোট পেয়ে আবারও বিজয়ী হওয়ায় সরিষাবাড়ী প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য এ আসনে ঐক্য ফ্রন্টের বিএনপির প্রার্থী না থাকায় কোন প্রকার সহিংসতা ছাড়াই ৩০ ডিসেম্বর শান্তি পূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডাঃ মুরাদ হাসান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দলীয় নেতা-কর্মী সহ সরিষাবাড়ীর সর্বস্তরের মানুষের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে। তার বিজয়কে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলাইমান বাবু, সহ সভাপতি এম এ রউফ,সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ,নির্বাহী সদস্য ডাঃ শফিকুল ইসলাম,এম এ রাজ্জাক,এ এস এম জুলফিকুর রহমান, এ এইচ এম এহসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ পরমানন্দ ভৌমিক,বাদশা ভুইয়া,কামরুল হাসান, সোহানুর রহমান সোহান সহ সকল সাংবাদিক বৃন্দ।ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দী মহাজোটের জাতীয় পার্টির মোখলেছুর রহমান বস্তু (লাঙ্গল)পেয়েছেন-১৫৯৩ ভোট।