নৌকার প্রার্থী কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস হামলার অভিযোগ।
খাইরুল ইসলাম (কামার খন্দ প্রতিনিধি);
কামারখন্দে নৌকার প্রার্থীর উপর প্রার্থী এস এম শহিদুল্লাহ সবুজ এর প্রচারনা অফিস ভাংচুর এবং পোষ্টার ছেড়ার অভিযোগ উঠেছে । শুক্রবার আনুমানিক সকাল সারে দশটায় নৌকার প্রার্থী এবং তার সমর্থকেরা জামতৈল এলাকায় একটা মিছিল বের করে। মিছিলটি জামতৈল রেলস্টেশন ঘুরে জামতৈল গ্রামের ভিতর প্রবেশ করে । তারপর জামতৈল মডেল প্রাইমারী স্কুলের পূর্ব -দক্ষিণে স্বতন্ত্র প্রার্থীর করা নির্বাচনী অফিস ভাংচুর করে মিছিলে অংশগ্রহন করা নৌকার সমর্থকেরা এবং এলাকার অনেক পোষ্টার ছিড়ে ফেলে । ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে সেখানকার লোকজন নানান ধরনের অভিযোগ করে বলেন, আমরা নানান ভাবে বাধা দিয়েছি কিন্তু তারা আমাদের কথা শোনে নাই । আমাদের কথা অমান্য করে তারা এই অফিস ভাংচুর করে । ঐ গ্রামের একজন ভ্যান চালক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়, ভাই আমি মিছিলের সামনে গিয়া মতিন চৌধুরিকে বললাম ভাই পোষ্টার ছিড়তে না করেন, তিনি আমাকে ইসারা করে সরিয়ে দিলেন । তারপর আর কিছু বলি নাই তবে আমার এক ছোট ভাই সব কিছু ভিডিও করেছে চাইলে নিতে পারেন । একই গ্রামের মুরুব্বি ইদ্রিস (৬০) বলেন, এহেন দিয়ে মতিন আর তার ভাই মিলে মিছিল নিয়া যাওয়ার সময় তারা থাকতেই সবাই লাফালাফি কইরা পোষ্টার গুলান ছিরে ফালাইলো । আর সেলিম নামে একজন আমাক কইলো যা কই তাই হোন, শেখ হাসিনার সাথে থাক । এ বিষয়ে এস এম শহিদুল্লাহ সবুজ বলেন, নির্বাচন কমিশনের আচরন বিধি অনুযায়ী ২ টার পূর্বে ও রাত ৮ টার পরে কোন নির্বাচনী প্রচারনা করা যাবে না । কিন্তু তারা আজ কয়েকশো লোকজন নিয়ে প্রচারণা চালায় । তিনি আরও জানায় কামারখন্দে তার কর্মীদের বসার স্থানের কিছু চেয়ার,জামতৈল গ্রামের ভিতরের অফিস ভাংচুর করে এবং পোষ্টার ছিরে ফেলে । আবার আমার কর্মীকে মারধর করে মিছিলের লোকজন । এই বিষয়ে মতিন চৌধুরীর সাথে মুঠোফোন একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ হয় নাই।