নৌকাকে বিজয় করতে মহিলা কর্মীদের নিয়ে কর্মশালা করছেন নজরুল ইসলাম হাসেম
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌর এলাকার কয়েকটি মহল্লার মহিলাকর্মী ও ভোটারদের নিয়ে কর্মশালা করেছেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর, সমাজ সেবক, বিশিস্ট ব্যবসায়ী নজরুল ইসলাম হাসেম।
বৃৃৃৃহস্পতিবার (১৩ডিসেম্বর’১৮) বিকেলে চর মালশা পাড়ায় ক্রসবার এলাকায় সোনার তরী একতা কনসোডিয়ামে ১৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের কর্মী ও নারী ভোটার নিয়ে এক কর্মশালা হয়েছে । এতে প্রধান অতিথি হিসাবে হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুুব মহিলালীগের আহবায়ক পৌর প্যানেল মেয়র রুমানা রেশমা। এতে সভাপতিত্ব করেন, অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ।
মিরপুর,চরমিরপুর,মালশাপাড়া,চরমালশাপাড়া ও কাটা ওয়াপদা সহ আরো কয়েকটি এলাকার নারী কর্মী ও নারী ভোটারদের উদ্দেশ্য নজরুল ইসলাম হাসেম বলেন, দেশের উন্নয়ন তথা সিরাজগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের ভাগ্যর পরিবর্তনের জন্য,কর্মসংস্হানের জন্য নৌকা মার্কার জন্য বাড়ী বাড়ী গিয়ে ভোট চান, উন্নয়নের চিত্র তুলে ধরুন, সিরাজগঞ্জ-সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না একজন সৎ,আর্দশবান, নির্লোভ মানুষ, সিরাজগঞ্জ -কামারখন্দের উন্নয়নের রুপকার, তার কথা সবাইকে বলুন, তারজন্য আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকায় ভোট চান , সবাই নৌকা মার্কার বিজয় নিশ্চত করুন ।