জাতীয়শিল্প-সাহিত্য

নিশি নুর রজনী’র একটি কবিতা “নেতা কখনও অভিনেতা”

হায়রে মোর বাংলাদেশ, নেতারা আছে যত ,নির্বাচনে শীর উঁচিয়ে রূপ উদ্ভাস তত।

শত্রু তখন মিত্র হয় কৃষ্ণের হস্তও ভালো, মুখে রস একগঙ্গা চামচারে কয় ঢালো।

মা,বোন,খালা যত আছে ভোটটি আমায় দেবেন, কথা দিলাম জয়ী হলে যা লাগবে নেবেন।

নিতে যায় নেতা পদধূলি,হোক একচালা ঘর, নির্বাচনে সবাই আপন কেউনা নেতার পর।

কাঁদা মাখা চাষীর হাতপা নিরহংকারে ধরে, জয়ের পর নেতার পা সেই হস্তের ভেতরে।

পুটলি ভরলে চোরের আচার যেমন অলৌকিক, তেমন নেতা অমাবস্যার চাঁদ হারায় সরল দিক।

অলিগলি বাদ রাখেনা হোক নর্দমা ড্রেন, বিজয় আসলে নেতার ঘরে অকেজো হয় ব্রেইন।

ছাত্র জনতা মাঠে নামায় নেতারা দেখে খেলা, রক্ত গঙ্গা বয়ে গেলে নেতারা ভাসায় ভেলা।