জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপা দিল ১২ জনকে, নিহত ৩- চট্টগ্রামে

আজ শুক্রবার সকাল দুর্ঘটনা নগরের শাহ আমানত সেতু এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী, রিকশা ও অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও নয়জন।

নিহত তিনজন হলেন, নার্গিস আক্তার (৩৫), হাছিনা বেগম (৩৬) ও রিকশাচালক শাহ পরান (২৮)।

আহত লোকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আবদুস সাত্তার (৪০), অনিল বড়ুয়া (৫০), শারমিন (২৩), সাবিত (৬), আবদুর রহমান (৪০), রিগ্যান (৩৩), সিফাত (১৬), জাহাঙ্গীর আলম (৪৫) ও দিদার (৩০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, একটি দ্রুতগামী ট্রাক সেতু থেকে শহরে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এবং দু-একটা রিকশাকে চাপা দেয়। এই ঘটনায় গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে আনা হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক জানান, এনজিএস সিমেন্টের একটি ট্রাক সেতু থেকে দ্রুতগতিতে শহরের দিকে আসছিল। সেতু থেকে নেমে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি পথচারী, রিকশা এবং অটোরিকশাকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।