নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার,৫ জেলে সহ ২ ব্যবসায়ীকে কারাদণ্ড
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরায় ৫ জেলেকে আটকের পর ৫ দিন ও ২ ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ অক্টোবর রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
এছাড়াও আজ সোমবার ভোরে জনতা মৎস্য আড়ৎ এ অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে আটকের পর ১ মাসের কারাদণ্ড ও ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় ব্যবসায়ীদের কাছ থেকে ২৫ কেজি মা ইলিশ ও ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের মোঃ আব্দুল হালিম(৪০), একই গ্রামের মোঃ এনামুল ইসলাম(২৫), রঞ্জু বেপারি(২৫), মোঃ আব্দুর রহিম(২৫) মোঃ শুকুর আলী(২২), জোতপাড়া গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম(৪৫) ও মোঃ ইসমাইল হোসেন(৩৫)। অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, চৌহালী নৌ পুলিশ, চৌহালী থানা-পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।