নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই – ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান যে পথরেখা দেখিয়েছে, সেই পথ বাদ দিয়ে সংলাপ করতে হবে কেন? সংবিধানেই তো আছে কিভাবে নির্বাচন হবে। নির্বাচনে অংশ নেয়া বিএনপির রাজনৈতিক অধিকার, এটা সুযোগ নয়। সরকারের দয়া-দাক্ষিণ্যের ওপর বিএনপি কেন নির্বাচন করবে, তাদের আরো একবার সাধতে হবে কেন? আমাদের তো সব কিছুই ঠিক আছে। এখানে জটিলতা আছে বলে জনগণ মনে করে না। তিনি বলেন, সংলাপ কেন হবে না? প্রয়োজন হলে অবশ্যই হবে; কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের প্রয়োজনীয়তা দেখছি না।