সিরাজগঞ্জ

নির্বাচন করতে পারছে না টুকু আর দুলু

সিরাজগঞ্জ নিউজ ২৪.ডেস্ক ঃ বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

আপিল বিভাগের এই আদেশের ফলে নির্বাচন করতে পারবেন না বিএনপির এই দুই নেতা।

এর আগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেন চেম্বার জজ আদালত।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন (বুধবার) ধার্য করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী।