নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃতৌকির আহাম্মেদ হাসু
মর্যাদা ও অধিকার,স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার,এ প্রতিপাদ্যকে সামনে রেখে-জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সে মিলনায়তনে ও আলোচনা সভা ইউনিন্সেফ ও উন্নয়ন সংঘের সহযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শফিকুর রহমান সভাপতিত্ব করেন ।বক্তব্য রাখেন,আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন আহম্মেদ,উন্নয়ন সংঘ সরিষাবাড়ীর ব্যবস্থাপক রফিকুল ইসলাম,কো-অডিনেটর আব্দুল বারী,স্বাস্থ্য পরিদর্শক শাহাব উদ্দিন প্রমুখ।