তাড়াশ

নিমগাছিতে রথযাত্রা অনুষ্ঠিত

পারলৌকিক মুক্তি কামনায় রথযাত্রায় অংশ নেয় সনাতন ধর্মের অনুসারীরা। রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পূনর্জন্ম হয় না, শাস্ত্রমতে এমন বিশ্বাসকে মনে ধারন করে রথযাত্রা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। গত শনিবার আষাঢ় মাসের শুক্লা তিথিতে শুরু হয় এই উৎসব আর একাদশ তিথিতে হবে প্রত্যাবর্তন অর্থাৎ রথকে প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় আটদিন পর আবার সেখানে ফিরিয়ে আনা হয়, একে বলে উল্টোরথ।

মানভঞ্জনের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফেরত তিথিকে হিন্দুরা রথযাত্রা উৎসব হিসাবে উদযাপন করে। ভবিষ্যপূরাণে সূর্যদেবের রথযাত্রা, দেবীপূরাণে মহাদেবীর রথযাত্রা ও অন্যান্য শাস্ত্রে বিষ্ণুর রথযাত্রার কথা বর্নিত হলেও পরে জগন্নাথ দেবের রথযাত্রার প্রধান কেন্দ্র হয়ে ওঠে উড়িষ্যার সমূদ্র তীরবর্তী পূরীধাম। এর অনুসরনে পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথ দেবের রথ উৎসব পালিত হয়। এ রথ গুলোয় আসীন হন ভগবান জগন্নাথ, সূভদ্রা ও বলদেব। সারা দেশের মত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের নিমগাছিতে পালিত হলো এ উৎসব।

হাজারো ভক্তের উপস্থিতিতে নিমগাছি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় রথযাত্রা। আয়োজক কমিটির সভাপতি বিশ্বনাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা, নিমগাছি বাজার কমিটির সাধারন সম্পাদক বরুন কুমার সরকার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়নের সাবেক মেম্বর বিএনপি নেতা রামকৃষ্ণ গুন , কমিউনিস্ট পার্টি নেতা গৌরাংগ কুমার গুন, রথযাত্রা কমিটির সাধারন সম্পাদক শুশান্ত কুমার গুন, সাংগঠনিক সম্পাদক বীরেশ ভদ্র, সাবেক সভাপতি বিনোদ বিহারী চাকী, নব বৃন্দাবন মন্দিরের প্রতিষ্ঠাতা সাধন কুমার পোদ্দার প্রমূখ।

পরে ভক্তবৃন্দ রথ টেনে নেয় নিমগাছির বাঞ্চারাম গুনের বহির্বাটিতে। উল্টোরথের দিন পর্যন্ত রথ ওখানেই থাকবে।
উল্লেখ্য, বিগত সাত বছর যাবত নিমগাছিতে এ উৎসবের আয়োজন করা হলেও অন্যান্য ধর্মের অনুসারীদের উপস্থিতির কারনে তা মিলন মেলায় পরিনত হয়।

প্রতিনিধি:
আব্দুল কুদ্দুস তালুকদার , নিমগাছি, সিরাজগঞ্জ