নিমগাছিতে চলনবিল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী
নিমগাছি প্রতিনিধি :
আজ মঙ্গলবার বেলা ২ টায় নিমগাছি অনার্স কলেজে রায়গঞ্জ – তাড়াশ – সলঙ্গা এলাকার একমাত্র নিয়মিত সাপ্তাহিক চলনবিল বার্তার ২য় বর্ষপূর্তি পালিত হলো র্যালী ও আলোচনা সভার মাধ্যমে। পত্রিকার ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে নিমগাছি সংবাদদাতা আব্দুল কুদ্দুস তালুকদার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল বারী তালুকদার।
আলোচনায় অংশ নেন রায়গঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক স ম আব্দুস সাত্তার, আদিবাসী নেতা রায়গঞ্জ উপজেলা উরাঁও ফাউন্ডেশনের সাধারন সম্পাদক প্রফেসর যোগেন্দ্র নাথ টপ্য, ইতিহাস বিভাগের অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো, রায়গঞ্জ প্রেস ক্লাবের সহ – সাধারন সম্পাদক কমিউনিষ্ট পার্টি লীডার কমরেড প্রদীপ কুমার ভৌমিক, সাহিত্য সংকলন সন্দর্শন সম্পাদক কবি শামীম আকতার প্রমূখ। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি, উপন্যাসিক ও রায়গঞ্জ প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনির হাশিম।