নিজেকে আওয়ামী পরিবারের সন্তান দাবি করলেন রায়গঞ্জের নৌকা মনোনয়ন পাওয়া বিএনপি নেতা নান্নু
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম নান্নু নিজেকে আওয়ামী পরিবারের সন্তান দাবি করে সম্প্রতি বিভিন্ন মহলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এরআগে গত ৭-অক্টোবর আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয় বিতর্কিত বিএনপি নেতা রফিকুল ইসলাম নান্নুকে। বিএনপি নেতাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার গত ৯-অক্টোবর মনোনয়ন বাতিল চেয়ে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগের দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আবেদন করে। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই মনোনয়ন বাতিল দাবি করে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে।
রফিকুল ইসলাম নান্নু নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও বর্তমান পাঙ্গাসী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে দাবি করলেও পাঙ্গাসী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, রফিকুল ইসলাম নান্নু ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে। তিনি আওয়ামী লীগের কোন সদস্য নয়।
পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক জানান, রফিকুল বিএনপি’র একজন সক্রিয় নেতা। তিনি আওয়ামী লীগের কেউ না।
পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, রফিকুল আওয়ামী লীগের রাজনৈতির সাথে কখনোই জড়িত ছিল না। রফিকুল সরাসরি বিএনপি’র রাজনৈতির সাথে জড়িত। কতিপয় আওয়ামী লীগের কিছু নেতার যোগসাজশের বিপুল অর্থের বিনিময়ে বিএনপি নেতা হয়েও ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েছে।
এবিষয়ে আওয়ামী লীগের সদস্য দাবি করা রফিকুল ইসলাম নান্নু সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হয়নি।