তাড়াশ

নারী পুরুষের সমতা না হলে জাতীয় উন্নয়ন অসম্ভব- তাড়াশে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

লুৎফর রহমান, তাড়াশঃ


জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যান্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো: রহমাতুল মুমিন বলেছেন, নারী পুরুষের সমতা না হলে জাতীয় উন্নয়ন অসম্ভব। কোনো কাজ কে নারী বা পুরুষের জন্য নিদৃষ্ট করা ঠিক নয়। বৃত্ত ভেঙ্গে সকল কাজে নারী পুরুষের সমান অংশ গ্রহণ আজ সময়ের দাবি। সরকার এ লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

১১জুন (শুক্রবার) সকাল ১০ টায় তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৫০ টি সাইকেল হয়তো একটি উপজেলার জন্য কিছুই নয়, কিন্তু ভিন্ন দৃষ্টিতে দেখলে দেখা যাবে, এই ৫০ জন ছাত্রী কে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্বে, উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,সহকারী কমিশনার মো: ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়াম্যান প্রভাষক মর্জিনা ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে ৫০ জন স্কুল ছাত্রী কে একটি করে সাইকেল দেয়া হয়। এ সময় সাইকেল প্রাপ্ত ছাত্রীরা উপজেলা চত্বরে সাইকেল নিয়ে মহড়া দিলে একটি ভিন্ন পরিবেশ তৈরি হয়।