নাটোরে স্বামীকে ‘বীভৎস’ কায়দায় হত্যা করল স্ত্রী !
সিরাজগঞ্জ নিউজ ২৪. ডেস্ক ঃ
নাটোরের গুরুদাসপুরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর হাতে খুন হয়েছে স্বামী কাবিল বিশ্বাস (২৫)। শনিবার ভোরে উপজেলার মাশিন্দা মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্বামী কাবিল বিশ্বাসের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করে ফেলে স্ত্রী রুমা খাতুন। নিহত কাবিল বিশ্বাস পাবনা জেলার চাটমোহর উপজেলার ধানককুইনা গ্রামের নওশের বিশ্বাসের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস প্রেমের সম্পর্ক চলার পর পারিবারিক সম্মতিতে গত ৪ মাস আগে কাবিল ও রুমার বিয়ে হয়। গত শুক্রবার কাবিল বিশ্বাস মাশিন্দা মাঝপাড়া গ্রামে শ্বশুর মকসেদ প্রামাণিকের বাড়িতে যান। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রুমা খাতুন ধারালো অস্ত্র দিয়ে স্বামী কাবিল বিশ্বাসের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই কাবিলের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তরা (ওসি) সেলিম রেজা জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী রুমা খাতুনকে আটক করা হয়েছে। রুমা খাতুন জানান, অতিরিক্ত যৌন নির্যাতন সইতে না পেরে তিনি স্বামী কাবিল বিশ্বাসের যৌনাঙ্গ কর্তন করেছেন।