সিরাজগঞ্জ

নবাগত জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সুধীজনদের সাথে মতবিনিময় ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ মহোদয় জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পরিচতি পর্ব ও  বিনিময় সভা করা হয়েছে ।

বৃহস্পতিবার ( ২৭ জুন- ২০১৯) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে  ওই  পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন, জেলাপরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি  মোঃ আব্দুল লতিফ বিশ্বাস সহ জেলা আওয়ামীলীগের  অন্যান্য নেতৃবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে, পরিচিতি পর্বে শেষে, মতবিনিময় সভায়  নবাগত জেলাপ্রশাসক উপস্হিত সকল সুধীজন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন।   

নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জেলার  সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন