শাহজাদপুর

নদী ভাঙ্গনের কবলে কৈজুরি ইউনিয়নের কয়েকটি গ্রাম

আবির হোসাইন শাহিন :

সিরাজগঞ্জ শাহজাদপুরে নদী ভাঙনের কবলে কৈজুরি ইউনিয়নের কয়েকটি গ্রাম। উপজেলাধীন কৈজুরী ইউনিয়ন পরিষদের গুধিবাড়ী,ভাটপাড়া গ্রামের সংযোগ সড়ক -সহ হুমকির মুখে বেশ কয়েকটি গ্রাম। ভাটপাড়া নতুন বাজার বাজারের পূর্বপাশে নদীর তীর রক্ষা বাঁধ ভেঙ্গে গিয়ে হুমকির সম্মুখে গুধিবাড়ী,ভাটপাড়াসহ আশেপাশের গ্রামের হাজারো মানুষ। ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রয়োজন নদীর তীর রক্ষা বাঁধ কিন্তু সংস্কারের জন্য মানববন্ধন জনপ্রতিনিধিদের কাছে ধড়না দিয়েও কোনো সুফল পায়নি এলাকাবাসী। জনপ্রতিনিধি সংস্কারের কথা বললেও বাস্তবায়নের মুখ দেখেনি ভুক্তভোগীরা। এলাকাবাসীর দাবি হুমকির কবল থেকে আমরা মুক্তি পেতে চাই এবং অতি শীঘ্রই ভাঙনের কবল থেকে মুক্তি পেতে উর্ধ্বতন কর্মকতা ও জনপ্রতিনিধি মহোদয়গনের কাছে দাবি জানিয়েছেন।