নওগাঁয় ডিবির হাতে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর বদলগাছি উপজেলায় দুই কেজি গাঁজাসহ আলম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের হিন্দুপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, দুই কেজি গাঁজাসহ আলম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বদলগাছি থানায় একটি মামলা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে পুলিশ খবর পায়, এক ব্যক্তি গাঁজা নিয়ে বালুভরা ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের লবির সরদারের ছেলে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক ব্যবসায়ীরা বদলগাছি উপজেলাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা-ইয়াবা উদ্ধার করছেন। এর সঙ্গে জড়িত মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে আছে।
বদলগাছির মানবাধিকারকর্মী মোজাহিদুল ইসলাম বলেন, গাঁজা ব্যবসার মূল হোতাদের ধরলে গাঁজার ব্যাপকতা কমবে।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। এসব অভিযান মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হচ্ছে। গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছেন।