সারাদেশ

ধুনট পৌর নির্বাচনে বিশৃঙ্খলার অভিযোগে ২ জনের অর্থদণ্ড

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে পৌরসভা নির্বাচনের ভোট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার(৩০ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান এ অর্থদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ধুনট পৌর এলাকার চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পৌরসভার অফিসার পাড়া এলাকার আজাহার আলীর ছেলে নৌকা প্রতিকের কর্মী মঞ্জুরুল ইসলাম (৪১) ও চরধুনট এলাকার বাদশা প্রামানিকের ছেলে উজ্জল হোসেন (২৮)।

জানা যায়, ধুনট পৌরসভা নির্বাচন চলাকালিন সময়ে বেলা ১১টায় চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীরা প্রবেশ করে বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের এজেন্ট সেলিম হোসেনকে মারপিটে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মঞ্জুরুল ইসলাম ও উজ্জল হোসেন কে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বগুড়ার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান

এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই জনকে আটকের পর ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।