ধান ক্ষেতে ব্যাবহৃত এলুমিনিয়াম ফসফাইড পুকুরে প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে ধান ক্ষেতে ব্যাবহৃত ফিউমি নামক(এলুমিনিয়াম
ফসফাইড)অক্ধিসঢ়;্রজেন পুকুরে প্রয়োগ করে মাছ নিধনের
অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে সরিষাবাড়ী পৌরসভার
বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী
পৌরসভার বলারদিয়ার গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইদুর
রহমান বাবলুর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে একই গ্রামের
বদিউজ্জামান দুদু’র ছেলে জাকির হোসেনের বিরোধ চরে
আসছিল।এ বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে বাবলুর পুকুরে
মাছ নিধন করা সহ নানা হুমকি দিয়ে আসছিল জাকির।এ হুমকির
বাস্তবায়ন করতে বাবলুর পুকুরে ৬ মাস বয়সী কার্প মিশ্র চাষ
জাতের মাছ নিধন করতে জাকির হোসেন ফিউমি
নামক(এলুমিনিয়াম ফসফাইড)অক্ধিসঢ়;্রজেন প্রয়োগ করে ৪/৫
লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে বলে বাবলু’র অভিযোগ।এ
ঘটনায় সাইদুর রহমান বাবলু উপজেলা নির্বাহী অফিসার
সাইফুল ইসলাম কে সহ উপজেলা মৎস্য অফিসার কে অবগত
করেছেন। সাইদুর রহমান বাবলু ২০১৫ সালে কার্প মিশ্র চাষের ক্ষেত্রে
বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য সপ্তাহে সফল মৎস্য কর্মী
হিসেবে অখ্যায়িত হয়েছেন। ২০১৮ সালে জাতীয় মৎস্য সপ্তাহে
সফল মৎস্য চাষী হিসেবে সম্মাননা স্বারক প্রাপ্ত হন।বাবলু মিয়ার
পুকুরে মৎস্য নিধন করায় সরিষাবাড়ী থানায় অভিযোগ দেবেন বলে
বাবলু এ প্রতিবেদককে জানান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ
মাজেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দোষীর
বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।