জাতীয়

ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, তরুণ আটক- ফরিদপুরে

আজ বৃহস্পতিবার বিকেলে শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি জাবেদ শেখকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনায় ১৭ বছর বয়সের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে।

এর আগে বুধবার রাতে ওই প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই কিশোরী জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।

থানায় লিখিত অভিযোগে বলা হয়, গত ২ মার্চ প্রতিবেশীর বাড়িতে গান শুনতে যায় ওই কিশোরী। একই গ্রামের তরুণ জাবেদ শেখ কৌশলে তাঁকে ডেকে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করেন।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা।

গত কয়েক দিনে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সে বর্তমানে সেখানে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলার একমাত্র আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয়েছে।