তাড়াশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তাড়াশে লিফলেট বিতরণ

লুৎফর রহমান, তাড়াশ :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তাড়াশে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার রানীর হাট বাজার,ঘড়গ্রাম বাজার,দক্ষিণ মথুরাপুর ও নাদোসৈয়দ বাজারে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি সরদার মোঃ আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, যুগ্ন সম্পাদক প্রভাষক দুলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,প্রচার সম্পাদক নুরুন নবী,তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, মাগুরা বিনোদন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মাষ্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমান টুটুল বলেন, আওয়ামী লীগের পাতানো নির্বাচন বর্জনের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে। ভোটাধিকার রক্ষায় বিএনপির অসহযোগ আন্দোলনে সাধারণ মানুষকে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি ও ডামি বা পাতানো নির্বাচন থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।