সিরাজগঞ্জ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপার সিরাজগঞ্জের সয়দাবাদ গ্যাস ভাল্ব ষ্টেশনে ৩০ ইঞ্জি গ্যাসের লাইনের কারিগরি ত্রুটির কারনে দেশের উত্তর- পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের মহাক্যবস্থাপক মার্কেটিং (নলকা) আনোয়ার হোসেন ভুইয়া। তিনি বলেন, কারিগরি কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাভুক্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এলাকায় আজ রাত ১২ থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে ২৪ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য পিজিসিএলের পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।