সিরাজগঞ্জ

দৃশ্যমান উন্নয়ন করেছি বাকী উন্নয়নের জন্য নৌকায় আবারো ভোট দিন, এমপি – হাবিবে মিল্লাত মুন্না

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খিদির হতে কাঠাল তলা বাজার রাস্তার ৪০০ মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আর সিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় খিদির হুড়াসাগর নদীর সংলগ্নে ভিত্তি প্রস্তরের অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি বলেন,সিরাজগঞ্জ সদর -কামারখন্দের উপজেলার ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করেছি বাকী উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার বন্ধ সিরাজগঞ্জ কওমী জুট মিল খুলেদিয়েছেন,ট্রেন চালু করাহয়েছে,মেরিন একাডেমী, ২৫০ শয্যাবিশিস্ট হাসপাতাল করাহয়েছে। শুধু শহরে নয় গ্রামে ও নতুন নতুন রাস্তা, ব্রীজ করা হয়েছে।
যমুনানদী শাসনের জন্য সদরে ৪টি ক্রসবার, বিভিন্ন সরকারী ভবন করা হয়েছে। শিয়ালকোলে মেডিক্যাল কলেজ , ৫০০ শয্যা বিশিস্ট হসপিটালের নার্সদের বসবাসের স্হান করা হচ্ছে ও সয়দাবাদে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিল্পপার্ক গড়ে তোলা হবে। সিরাজগঞ্জের আর তেমন কেউ বেকার থাকবেনা।
সয়দবাদে শুধু রাস্তাঘাটের উন্নয়ন ছাড়াও শিল্পপার্ক ও অথনৈতিক অঞ্চল গড়ে উঠবে । তিনি আবারো বলেন,বিএন পি জামায়াত জোট ২০১৩ -১৪ সালে আন্দোলনের নামে নির্বাচনের আগে জ্বালাও পোড়াও করেছে মানুষ পুড়িয়ে মেরেছে, বোমাবাজি করেছে।

তিনি বিএনপি -জামায়াতকে হুসিয়ারি উচ্চারণ করে বলেন, এবার নাশকতা করার চেস্টা করলে শাস্তি ও পেতে হবে,খেসারত দিতে হবে। জনগণ বিএনপি জামায়াত কে প্রত্যাখান করেছে তাদেরকে আর ভোট দিবে না,
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আপনারদের ভাগ্যের আরো উন্নতির জন্য আবারো নৌকায় ভোট চাই।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা এলজিইডি প্রধান নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সদর নির্বাহী বদরুদ্দোজা, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন জেলাআওয়ামী লীগের সহ-সভাপতি কে,এম হোসেন আলী হাসান,সয়দাবাদ আওয়ামীলীগের সভাপতি ও ইউ’পি সদস্য আব্দুল আজিজ মন্ডল।
আরো বক্তব্য রাখেন, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক রাশেদুল হাসান রাসেদ,ইউ’পি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,সয়দাবাদ ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউ’পি চেয়ারম্যান নবীদুল ইসলাম।