সারাদেশ

দুই সন্তানসহ নিখোঁজ ঝুমি দত্ত

-নিখোঁজ সংবাদ-

ঝুমি দত্ত (৩৪) তার ১৩ বছর বয়সী ছেলে ইন্দ্রজিৎ দত্ত অংকুর ও ৪ বছর বয়সী মেয়ে ইন্দ্রানী দত্ত অদ্রিকে নিয়ে গত ২৬ মে’২০২১ তারিখ হতে নিখোঁজ রয়েছেন। ঝুমি দত্তের শরীরে প্রায় ৭ ভরি ওজনের বিভিন্ন ধরণের গহনা রয়েছে।

ঝুমি দত্তের স্বামী অমধ দত্ত জানান, তিনি পরিবার নিয়ে টাঙ্গাইল সদরের থানাপাড়া মহল্লায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। গত ২৬ মে সকাল ৯টায় পার্কের বাজারে বাজার করতে যান তিনি। বেলা ১১টার সময় বাসায় ফিরে দেখেন ওয়ার ড্রপে রাখা সোনার গহনা যার ওজন প্রায় ৭ ভরি, মুল্যবান কাপড় সহ স্ত্রী ও সন্তানরা নেই। স্ত্রীর নিকট থাকা দুটি মোবাইল নাম্বার-০১৭৬১২৪১১১১/০১৩০২-৬৭৫৩৯১ কল করলে সে রিসিভ করে না।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানা ও র‌্যার-১২ সিরাজগঞ্জে অবগত করা হয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি বা আইন-শৃংখলা বাহিনীর কোন সদস্যর নজরে পড়ে তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল। অমল দত্ত-০১৭৭৬১৬১০৫৮