দাদির কবরের পাশেই চিরনিদ্রায় নুসরাত,জানাযায় ইমামতি করলেন বাবা
আবির হোসাইন শাহীন নিজস্ব প্রতিবেদক :
অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।আজ সন্ধ্যা ছয়টার কিছু পরে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে পৌনে ছয়টার দিকে সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নুসরাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হওয়া চরম নির্মমতার শিকার এই তরুণীর জানাযার নামাজে ইমামতি করেন তার বাবা একেএম মুসা মানিক। জানাজা শেষে নিজ মেয়ের লাশের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিহত নুসরাতের জানাযায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। এছাড়াও আরো অংশ নেন ফেনী জেলার এসপিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।সবাই এ নিমম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন