থ্যালাসেমিয়া রোগে অসুস্থ দুই ভাই-বোনের পরিবারকে ৪৭ হাজার টাকার সহায়তা প্রদান
আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক:
মানবতার ফেরিওয়ালা মামুন বিশাস ফেসবুক বন্ধুদের সহযোগিতায় থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারকে ৪৭ হাজার টাকার সহায়তা প্রদান। প্রতিনিয়ত থ্যালাসেমিয়া রোগের সঙ্গে লড়ে যাওয়া অসহায়-দুই ভাই-বোন বাঁচতে চায়। একই পরিবারের ভাই-বোন বর্ষা (১০),ওবাইদুল (৭), খায়রুল । তারা গত ৩তিন বছর ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতিনিয়ত মৃত্যু তাদের তাড়িয়ে বেড়ায়। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ের মশিপুর গ্রামের দিনমজুর আব্দুল লতিফ ও আঞ্জিয়ারার দুই সন্তান। পরিবারে দারিদ্র্যতার শেষ নেই। যেন নুন আনতে পান্তা ফুরায়। কাজ না করলে দুইবেলা খাবার জোটে না তাদের। দিনমজুরি করে যা আয়, তা দিয়ে ৫ জনের সংসার চালানো কষ্টসাধ্য। খড়-কুটো দিয়ে কোনোমতে বাসা বানিয়ে তারা বসবাস করছে। এ ব্যাপারে মামুন বিশাস বলেন তাদের মুলিন মাখা মুখ দেখে অনেক কষ্ট লাগলো। ঈদের বাজার চাউল ১০ কেজি, লাক্স সাবান,লাচ্চা সেমাই, ডাউল,মিশ্রি, হলুদ, মরিচ, মসলা প্যারাসুট তেল, সওয়াবিন তেল, সেমপু, আলু, পেয়াজ,কাচা মরিচ,, আদা, কাপড় ও প্যান্ট শাট, জুতা। মোট ৩ হাজার ৮০০ টাকা ঈদ বাজার ও নগদ টাকা ৪০০ টাকা তুলে দেওয়া হয়েছে। মামুন বিশাস যারা তাকে ফেসবুক এর মাধ্যমে তাকে আথিকভাবে সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।