থামছেইনা চলন্ত ট্রেনের পাথর নিক্ষেপ
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে গুরুতর জখম হয়ে এক শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার খন্দকার শহীদুল ইসলাম জানান, রোববার রাত ১১টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী ও জামতৈল স্টেশনের মাঝামাঝি ট্রেনের বগি লক্ষ্য করে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে।এতে ঘটনাস্থলে আহত হন ইশান (৮) নামের শিশুটি তার বাবার নাম আব্দুস সালাম। এতে পরিবারের সঙ্গে ট্রেনে থাকা শিশু ইশান মাথায় গুরুতর আঘাত পায়। ট্রেনটি ভোর সাড়ে ৫টায় রাজশাহী পৌঁছলে ইশানকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০নং নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। গুরুতর জখম ইশানের সেখানেই চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাত পেয়েছে ইশান। এখনও জ্ঞান ফিরেনি। এদিকে রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে মাঝে মাঝে যাত্রীরা আহত হচ্ছেন। এ ব্যাপারে রেলওয়ের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।