তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের পথে লাঙ্গল প্রার্থীরা
মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
“কুড়িগ্রামের মাটি লাঙ্গলের ঘাঁটি” এই প্রবাদ বাক্যটি বাস্তবতায় প্রতিফলিত হয়েছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে। স্বাধীনতার পর থেকে কুড়িগ্রাম-২ আসনটি শাসন করে আসছে জাতীয় পার্টির এমপিরা। তারই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় প্রভাব পড়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। ইতোমধ্যে তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় এগিয়ে রয়েছেন লাঙ্গল মার্কার প্রার্থীরা। রাত-বিরাতে ছুটে চলছেন অবিরাম। অব্যাহত প্রচার-প্রচারণায় জয়ের পথ অনেকটাই সুগম হয়েছে।
জানা গেছে, ফুলবাড়ী এবং কুড়িগ্রাম সদরে জাতীয় পার্টির প্রার্থীদের দাপটে নৌকা এবং বিএনপি’র স্বতন্ত্র প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। বিশেষ করে ফুলবাড়ী সদর ইউনিয়নের জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মইনুল হক, কাশিপুর ইউনিয়নের প্রভাষক নাজমুল ইসলাম, কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে রেজাউল করিম রেজা নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন। জয় নিশ্চিত করতে জাতীয় পার্টির নেতা-কর্মীরা কোমর বেঁধে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচারণায় আত্মতৃপ্ত লাঙ্গলের প্রার্থী। সর্বত্রই এখন লাঙ্গল মার্কার জয়ের ধ্বনি শোনা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমপি পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকের প্রার্থীদের জয়ী করতে নানাভাবে বিভিন্ন দিকনির্দেশনা এবং কর্মীদের মনোবল চাঙ্গা করছেন। পেশি শক্তি নয় বরং ভোটারদের মন জয় করতে প্রার্থীদের কড়া বার্তা দিয়েছেন তিনি।
অপরদিকে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা ভোট চাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কিন্তু প্রতিটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকায় বিব্রতকর পরিস্থিতেতে রয়েছেন তারা। এতে পরাজয়ের আশঙ্কা বিদ্যমান। বিদ্রোহী প্রার্থী মাঠে থাকায় বিব্রত জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরাও। এতে বাড়ছে দ্বন্দ্ব এবং অনেকেই সংঘর্ষের আশঙ্কায় বিমুখ হচ্ছে ভোটের মাঠ থেকে। এতে সুযোগ নিচ্ছে জাতীয় পার্টির প্রার্থীরা।
অভিজ্ঞ মহলের দাবি, আওয়ামীলীগে বিদ্রোহীর ছড়াছড়ি, দলীয় প্রতীক না থাকায় বিএনপির প্রার্থী সম্পর্কে ভোটারদের বিভ্রান্তির কারণেই যেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে আছেন। তাই ২৮শে নভেম্বর ভোটের মাঠে জয়ী হবে লাঙ্গল প্রতীকের প্রার্থীরা এমনটাই দাবি তাদের।