তাড়াশ

তাড়া‌শে মাছ চাষে শ্রেষ্ঠ হলেন শবনব খন্দকার বাবু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে মাছ চাষে শ্রেষ্ঠ হলেন শবনব খন্দকার বাবু। “মাছ চাষে গড়বো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” ও “মৎস্য সেক্ট‌রের সমৃ‌দ্ধি, সুনীল অর্থনী‌তির অগ্রগ‌তি” এই প্রতিপাদ্যয়কে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মাছ চাষে শ্রেষ্ঠ শবনব খন্দকার বাবুর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ডঃ হাফিজুর রহমান, আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি আরিফুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার জহুরুল ইসলাম, সাংবাদিক মহসীন আলী, শাহিনুর রহমান প্রমুখ।