তাড়াশ সদর চেয়ারম্যানের হিজরাদের মাঝে ত্রাণ বিতরণ
লুৎফর রহমান ,তাড়াশ ঃ
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউপি চেয়ারম্যার শ উপজেলার তৃতীয় লিঙ্গ (হিজড়া) দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার বিকালে উপজেলার খুটিগাছা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ মিঃ লিটার ভোজ্য তেল, ৫০০ গ্রাম মসুরের ডাল , সাবান , সার্জিক্যাল মাস্ক ও নগদ অর্থ। ত্রান নিতে আসা তাড়াশ উপজেলার হিজড়া সম্প্রদায়ের দলনেতা হোসনেয়ারা বলেন, এমনিতেই হিজড়াদের জীবনে অভাব অনাটন নিত্যদিনের সঙ্গী । আর করোনার কারণে হাট -বাজার বন্ধ থাকায় তারা সাহায্য সহযোগীতাও না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ সময় তাদের মাঝে সদর চেয়ারম্যান বাবুল ভাই আমাদের খাদ্য সামগ্রী দেয়ায় আমরা চেয়ারম্যান সাহেবর প্রতিকৃতজ্ঞতা জানাচ্ছি।
এ প্রসঙ্গে তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ বলেন , আমার দুই মেয়ে ইচ্ছে করেই তারা তাদের জন্মদিনের উপহারের সঞ্চিত টাকায় অসহায় হিজড়াদের খাদ্য সামগ্রী কিনে দেওয়ার জন্য আমার হাতে তুলে দিয়েছে। এদিকে ওই চেয়ারম্যান আরো বলেন, যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন তাড়াশ উপজেলার সকল হিজড়াদের খাদ্য সামগ্রী আমার ব্যাক্তিগত অর্থে সরবরাহ নিশ্চিত করবো ।