তাড়াশ বারুহাসের ঐতিহাসিক ঈমাম বাড়ি
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুদানে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় পাঁচশত বছর আগে নির্মিত শাহ ইমাম (র.) এর বাড়ি ও মসজিদ।
জানা যায়, শাহ ইমাম র. এর জন্মস্থান ইয়ামেনে। তিনি ১৫ শতকের দিকে বাংলাদেশে আসার পর চলনবিলের নির্ভৃত পল্লী বারুহাস গ্রামে অবস্থান। সেই সময়ে এই এলাকার অধিবাসীরা ছিল হিন্দু সম্প্রদায়ের। তিনি তাদের মধ্য ইসলামের বাণী ও আদর্শ প্রচার করেন। ফলে অনেকে ইসলাম গ্রহণ করেন। তিনি চলনবিলের উত্তর ও মধ্যম স্থানটিকে ইসলাম প্রচারের স্থান হিসেবে বেছে নেন।
এদিকে দিল্লির ক্ষমতায় আসীন হন মুঘল সম্রাট জাহাঙ্গীর। সিংহাসন আরোহনের পর সম্রাটের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। সেই সময়ে চলনবিল এলাকায় পরিদর্শনে আসেন।
জানতে পারেন এখানে বারুহাস গ্রামে অবস্থান করছেন ইয়েমেন থেকে আসা এক ধর্ম প্রচারক। পানিতে ঘেরা একটি উন্মুক্ত ভিটায় জুব্বা-পাগড়িপরা সাথি সঙ্গিসহ শাহ ইমাম (র.) কে লক্ষ্য করে সম্রাটের জলযান সেখানে ভেড়ানো হয়।
ইসলাম প্রচারককে সম্রাট স্বাদরে অর্ভ্যথনা জানান। সম্রাট জাহাঙ্গীর এ অঞ্চলে ইসলাম প্রচারের অগ্রতিতে ইমাম সাহেবের ভূমিকায় সন্তোষজনক হয়ে সেখানে একটি মসজিদ নির্মাণের উদ্যেগ নেন।
শাহ ইমাম র. এর এবাদতে জন্য কয়েকটি পাকা ঘর নির্মাণ ও পুকুর খনন করারও ব্যবস্থা দেন। যা পরবর্তীতে ঈমাম বাড়ি নামে পরিচিত।