তাড়াশ

তাড়াশ উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তির মে‌য়ে জেএসসিতে এ প্লাস

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

তাড়াশ উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও দৈনিক নব‌চেতনা পত্রিকার তাড়াশ উপজেলা প্র‌তি‌নি‌ধি আলহাজ্ব গোলাম রব্বানী সূর্য‌ের মেয়ে রুবা‌ইয়া খন্দকার হৃ‌দি ২০১৯ সালে বগুড়া পল্লী উন্নয়ন একা‌ডেমী স্কুল এ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে।

রুবা‌ইয়া খন্দকার হৃ‌দি’র মা তাড়াশ বিশ্ববিদ্যাল ক‌লে‌জের আইটি বিষ‌য়ের প্রদর্শক হোস‌নেআরা নাসরীন দোলন। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে তার বাবা-মা মেহেরবান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং একজন আর্দশ মানুষ হতে সবার কাছে দোয়া কামনা করেছেন।