তাড়াশ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জে তাড়াশে দীর্ঘ নয় মাস পর উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ৭১ সদস্য বিশিষ্ট তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ওই কমিটির অনুমোদন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান জানান, চলতি বছরের ১৪ ফেব্রæয়ারীতে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন সভাপতি ও সঞ্জিত কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরে আকস্মিক ভাবে এপ্রিল মাসের ১৮ তারিখে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর সভাপতির পদ শুণ্য হয়।
এ দিকে দীর্ঘ দিন নয় মাস পর ওই কমিটির প্রথম সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ খন্দকারকে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সঞ্জিত কর্মকারকে সাধারণ সম্পাদক রেখে ৭১ সদস্য বিশিষ্ট তাড়াশ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ওই সভায় অনুমোদিত হয়।
আর অনুমোদন পত্রে স্বাক্ষর করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।