তাড়াশে ৬২ বস্তা ভিজিএফ চাউল আটক করলেন ইউএনও
হাদিউল হৃদয়,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তাড়াশে কালোবাজারীর সময় হাতে নাতে ৬২ বস্তা ভিজিএফ চাউল আটক করলেন ইউএনও। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ্য ও অসহায় ব্যাক্তিদের মাঝে ভিজিএফ চাউল বিতরণের জন্য পৌর শহরের ২ নং ওর্য়াড কাউন্সিলর বকুল হোসেন কে ৬৯ বস্তা চাউল বরাদ্দদেন। সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ওই ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনের পরেই অভিযুক্ত কাউন্সিলর বকুল হোসেন মাত্র ৭ বস্তা চাউল বিতরণ করে বাঁকি ৬২ বস্তা চাউল কালোবাজারিতে বিক্রিয় করেদেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহান ওই চাউল আটক করেন। বর্তমানে জব্দকৃত চাউল তাড়াশ খাদ্য গুদামে রাখা হয়েছে।এ ব্যাপারে তাড়াশ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, আটককৃত চাউল পরবর্তীতে যাচাই বাছাই করে প্রকৃত দুঃস্থ অসহায়দের তালিকার মাধ্যমে বিতরন করা হবে।